এম.এ হাসান সুমন, মেহেরপুর : ঋণ দান ও সমবায় সমিতির পরিচালক বজলুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন আদালত। মেহেরপুর শহরের এক গ্রাহকের অর্থ প্রতারণার মামলায় এ আদেশ জারি হয়েছে বলে জানিয়েছেন গাংনী থানার ওসি। তবে পলাতক রয়েছেন সাম্প্রতিক সময়ের বহুল আলোচিত গ্রাহকদের অর্থ লোপাটকারী বজলুর রহমান। অভিযোগের সূত্রে জানা গেছে, বামুন্দি আইডিয়াল ঋণ দান ও সমবায় সমিতি বামুন্দি ও মেহেরপুর সহ আশেপাশের জেলার বিভিন্ন স্থানে সাইনবোর্ড টাঙ্গিয়ে গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। গত মাসের শুরুর দিকে কয়েকটি শাখা বন্ধ করে উধাও হয় এর কর্মকর্তা ও কর্মচারীরা। সব হারিয়ে পথে বসতে হয়েছে অনেক গ্রাহককে। সর্বশেষ বামুন্দি শাখা বন্ধ করে যে কোন সময় বজলুর রহমান আত্মগোপন করতে পারেন এমন খবর কয়েকটি স্থানীয় দৈনিকে সংবাদ প্রকাশ হলে গ্রাহকরা অফিসের সামনে দিন রাত পাহারা দিতে থাকেন। তাদের লগ্নিকৃত কোটি টাকা ফেরত পেতে মরিয়া হয়ে ওঠেন গ্রাহকরা। গ্রাহকদের নজরদারিতে বামুন্দি শাখা বন্ধ করতে না পারলেও সব ফেলে কৌশলে আত্মগোপন করেন পরিচালক বজলুর রহমান। এক পর্যায়ে মেহেরপুর শহরের টি অ্যান্ড টি সড়কের রেজাউল হক নবী আদালতে প্রতারণা মামলা দায়ের করেন। বজলুর রহমান ছাড়াও মামলার অন্য আসামীরা হলেন আব্দুল কাদের, আমিরুল ইসলাম ও সাহাব উদ্দীন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানিয়েছেন গ্রেফতারী পরোয়ানার নির্দেশনা অনুযায়ী পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে আত্মগোপনে রয়েছেন বজলুর রহমান।