নবগঠিত দল বিএনএফ এর সভাপতি আবুল কালাম আজাদ বলেছেন, গোলাম মাওলা রনি ক্ষমতার জন্য কুত্তা পাগল হয়ে গেছে। বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে দলটির সভাপতি আবুল কালাম আজাদ সারা দেশে তাঁদের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে দাবি করে বলেন, “আমি ক্ষমতা লোভী না। রনির মত অনেকে এমপি হতে না পেরে ক্ষমতার জন্য কুত্তা পাগল হয়ে গেছে।”
রনির প্রতি ক্ষোভ কেন এ প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি শুনেছি রনি আমার নামে টকশোতে আজেবাজে কথা বলেছে। রনির অফিস আমার পাশেই। সে এমপি হওয়ার জন্য আমার দলে যোগ দিতে চেয়েছিল কিন্তু আমি নেই নাই।”
তিনি আরও বলেন, “যে আওয়ামী লীগের এমপি থাকাকালে দলের সাথে নেমকহারামি করেছে তাকে বিশ্বাস করার চেয়ে উন্মাদকে বিশ্বাস করা ভাল। রনি বিশ্ব বেঈমান।”
বিএনএফ সভাপতি আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন, “বিএনএফের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তার কারণে আপনারা যদি আমাদের দলের প্রার্থীদের ভয়ভীতি ও হুমকি দেন তাহলে বাঘের গর্জন শুনবেন।”
আগামী নির্বাচনে বিএনএফ সরকার গঠনে প্রধান ভূমিকা রাখবে বলেও তিনি দাবি করেন।