সর্বশেষ সংবাদ

6/recent/ticker-posts

Header Ads Widget

জামায়াতের অনুকরণে বৃটেনে কোরআন সংশোধনের ধৃষ্টতাপূর্ণ আহবান জানালো ইউকেআইপি


ব্রিটেনের ইসলাম-বিদ্বেষী দল ইউকেআইপি বা ইন্ডিপেন্ডেন্স পার্টির একজন নেতা পবিত্র কুরআনের কোনো কোনো অংশের নিন্দা জানাতে সেদেশের মুসলমানদের কাছে ধৃষ্টতাপূর্ণ দাবি জানিয়েছেন।

উগ্র ওই দলটির গিরাড ব্যাটেন নামের এই নেতা ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য একটি বিশেষ আচরণবিধিতে স্বাক্ষর করতে মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন।

ইউকেআইপি’র তৈরি করা ‘মুসলিম অনুধাবন ইশতিহার’ বা ‘চার্টার অব মুসলিম আন্ডারস্ট্যান্ডিং’ শীর্ষক একটি নিবন্ধে এ দাবি করা হয়েছে।

উল্লেখ্য ইতিপূর্বে জামায়াতে ইসলামী এ ধরণের ধৃষ্টতা দেখিয়েছিল। মাওলানা মওদুদী কোরআন সম্পর্কে মনগড়া তত্ত্ব প্রচার করতো যার ফলে তাকে ১০০ জন আলেম কাফের ঘোষণা করেছিল।

গোলাম আযম সুরা বাকারার অংশ কোরআন শরীফের প্রথমে আনার কথা বলেছিল যা ১৯৯৪ সালে আজকের কাগজে প্রকাশিত হলে সকলে ক্ষুব্ধ হয়েছিল।

অতপর ১৯৯৫ সালে ছাত্র শিবির লালমনিরহাটে কোরআন সংশোধন করার ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়েছিল। মুসল্লিদের তোপের মুখে তারা পালিয়ে গিয়েছিল। সাপ্তাহিক একতায় এ সংবাদ প্রকাশ হলে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়।

জামায়াতে ইসলামীর অঘোষিত হেডঅফিস লন্ডনে। সেখান থেকেই জামায়াতে ইসলামী পাকিস্তান ও বাংলাদেশ শাখার অনেক সিদ্ধান্ত প্রণীত হয়। লন্ডন সূত্রে জানা যায় জামায়াতের মুফতি সদরুদ্দিনের সাথে ইসলাম-বিদ্বেষী দল ইউকেআইপি এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তাই সকলের ধারণা জামায়াতের ইন্ধনে গিরাড ব্যাটেন এ ধরণের ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দেয়ার দু:সাহস দেখিয়েছে।

গিরাড ব্যাটেনের বক্তব্যে যুক্তরাজ্য সহ বিশ্বের সর্বত্র নিন্দার ঝড় উঠেছে। এ ধরণের গর্হিত কাজ বন্ধে ইসলাম বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত জামায়াত শিবিরের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা জরুরী বলে পর্যবেক্ষকরা মনে করেন।

Untitled-1