সর্বশেষ সংবাদ

6/recent/ticker-posts

Header Ads Widget

'বাইডেনকে পুতুল বানিয়ে খেলছে পুতিন, আমি থাকলে এমন হতো না': ডোনাল্ড ট্রাম্প




রাশিয়ার সেনা অভিযানকে 'বুদ্ধিদীপ্ত পদক্ষেপ' বলে উল্লেখ করে পুতিনকে 'রক্ষাকর্তা' ও 'শান্তির দূত' বললেও এবার পুতিন ও বাইডেন উভয়ের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও রাশিয়ার আক্রমণকে 'ভয়ঙ্কর' বলে উল্লেখ করে প্রেসিডেন্ট জো বাইডেনের কড়া সমালোচনা করেছেন।

ফ্লোরিডায় রিপাবলিকান পার্টির এক রাজনৈতিক সম্মেলনে রাশিয়ার সেনা অভিযানের দায় বাইডেনের উপর চাপিয়ে ট্রাম্প বলেন, "বাইডেনকে পুতুল বানিয়ে খেলছে পুতিন। এটা দেখতে কষ্ট হচ্ছে।"

বাইডেনের কড়া সমালোচনা করে ট্রাম্প বলেন, "দেখে কষ্ট হচ্ছে। খুবই দুঃখজনক। পুতিনের সঙ্গে আমার যে বন্ধুত্ব ছিল, তাতে হোয়াইট হাউসে আমি থাকলে এটা কিছুতেই হতো না।"

তবে ইউক্রেনের উপর রাশিয়ার আক্রমণকে ভয়ঙ্কর ও আপত্তিকর বলে অভিহিত করে ইউক্রেনের দেশপ্রেমী মান‌ুষের জন্য প্রার্থনা করছেন।