তারেক তার ফেসবুক পোস্টে লিখেছেন, "শাড়ী পড়া বা টিপ পড়া নারীদের টিজিং করাটাও উগ্রবাদীতা।"
পতিতারা টিপ পরে না এবং পতিতারা বোরখা পরে বলে উল্লেখ করে তিনি আরও বলেন, "টিপ পড়ে শাড়ি পড়ে কোন অন্যায় সংগঠিত করা একটা নারীর জন্য অতটা সহজ না যতটা সহজে বিভিন্ন শহরে বোরকা পড়ে খদ্দের ধরে পতীতাবৃত্তি করা নারীরা। আমি তথ্য নিশ্চিত করেই বলছি, এখন ছোট ছোট শহরে পতীতারা এই বেশেই খদ্দের ধরছে। এতে নিজেকে লুকিয়ে সহজেই এই পেশা চালাতে পারে। তারা কেউই টিপ পড়ে না।"
উল্লেখ্য তারেকের স্ত্রী তামান্না ফেরদৌস শিখাও গণ অধিকার পরিষদের নেত্রী। স্ত্রীর নাম উল্লেখ না করে গণ অধিকার পরিষদকে উদ্দেশ্য করে তারেক লিখেছেন, "লাখো শকুন খামলে খেতে চায় নারীকে। খুব সহজে টিপ পড়া নারীকে পতীতা বানিয়ে ফেলেছে একটা উগ্র গোষ্ঠী। এরা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব সক্রিয়।"