গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়রপ্রার্থী শেখ রকিব হোসেনকে সমর্থন দিয়ে থেকে সরে দাঁড়িয়েছেন অপর মেয়রপ্রার্থী জিএম শাহাবুদ্দিন আজম।
আজ শুক্রবার (১০ জুন) দুপুরে শহরের চৌরঙ্গীতে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এ ঘেষণা দেন।
জিএম শাহাবুদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় প্রার্থী হিসেবে মেয়র পদে শেখ রকিব হোসেনকে মনোনয়ন দেওয়ায় এবং তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক হওয়ায় পৌর নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। শেখ রকিব হোসেনকে সমর্থন দিলাম কারণ সে দলীয় প্রার্থী। পৌরবাসীর সব কাজের সাথে আছি, ছিলাম, থাকবো।’
এর অগে শহরের পোস্ট অফিস মোড়ে নির্বাচনী অফিস থেকে একটি মিছিল বের করে জিএম শাহাবুদ্দিনের কর্মী সমর্থকেরা। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়। এ সময় জিএম শাহাবুদ্দিনের সমর্থকদের অনেককে কাঁদতে দেখা যায়।
এর আগে গোপালগঞ্জ পৌর নির্বাচন থেকে আরেক মেয়রপ্রার্থী মৃণালকান্তি রায় চৌধুরী শেখ রকিব হোসেনকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। এ নিয়ে পৌর নির্বাচনে ৮ জন মেয়রপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রইলেন।
উল্লেখ্য, আগামী ১৫ জুন গোপালগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।